কবি আর কবিতার
সম্মিলিত উচ্চারিত শব্দে কাঁপে রাত,
উদাসী প্রেমিক নয়
নয় কোন শোষক
আর নয় কোন হন্তারক
যে হত্যা করেছিল প্রিয়তম পিতাকে!
যারা স্বপ্ন বেঁচেছিল মিথ্যা আশায়
অমাবস্যার নিগুঢ় অন্ধকারে।


কবিতা আজ তাদের ক্ষমা করবেনা
রুখে দাঁড়িয়ে আছে
বজ্রের মতো
হুংকারে
প্রতিশোধ প্রতিরোধ শ্লোগানে
কাঁপিয়ে দিয়ে রাজপথ।


কবিতা আজ বিপ্লবী
কলমকে বানিয়ে অস্ত্র
নেমেছে অন্তহীন পথে
যার শেষ প্রান্তে অপেক্ষায়
ত্রিশলক্ষ শহীদ!
যার রক্তের উপর দাঁড়িয়ে
প্রাণের বাংলাদেশ।


যারা আমাদের বুকের ভেতর
বসিয়ে দিয়েছিল কৃষ্ণপক্ষ
লুকিয়া থাকা হন্তারক
১৯৭৫ সালে নিগুঢ় কালরাত্রে
তখন কবিতাই শুক্লোপক্ষে
দ্বাদশী চাঁদ হয়ে ছড়িয়েছে
জ্যোৎস্নার প্লাবন
প্রজন্ম থেকে প্রজন্ম
জ্বালিয়ে আলোক শিখা।


বাধা হয়ে প্রগতির বিপক্ষে
কোনদিনই এই বাংলার আকাশে
কোন কৃষ্ণপক্ষ,
দৃপ্তকণ্ঠে কবি ও কবিতা
এখনো জেগে থাকে
রাতজাগা প্রেমিকের মতো
এই বাংলায়
প্রাণের প্রিয় বাংলাদেশে।



Krishnapaksha will not come to this Bengal


- PK Bikrom


Poet and poetry
The night trembles at the combined utterance,
Not a sad lover
Not a sucker
No more killers
That killed the beloved father!
Those who lived the dream in false hope
In the mysterious darkness of the new moon.


Poetry will not forgive them today
There is resistance
Like lightning
In a roar
In the slogan of preventing revenge
The highway trembled.


Poetry is revolutionary today
Weapons made of pens
Down the endless path
Whose end is waiting
Three million martyrs!
Bangladesh of life standing on its blood.


Those inside our chests
Krishnapaksha put it down
Hiding killer
In the dark night of 1975
Then the poem is for Shukla
The twelfth moon has spread
The flood of the moon
Spread from generation to generation
Flame of light.


Obstacles against progress
Never in the sky of Bengal
No Krishnapaksha,
Poets and poems with a strong voice
Still awake
Ratjaga is like a lover
In this Bengali
Dear Bangladesh.




......................
সাপটানা সড়ক, বাহাদুর মোড়,
লালমনিরহাট।
২৩.০৬.২০২০