কৃষ্ণপক্ষ চাপিয়ে দিয়ে বন্দি রাখতে চাও
দরজাটা খুলে দাও! খুলে দাও বন্দ দরজ!
কতদিন দেখিনা আলোকময় দিন; সূর্য প্রথম দিনের!
খুলে দাও শিকলে বাধা প্রগতির চাকা।
অন্ধকারে বন্দি রেখে আর কতকাল বন্দি রাখতে তারুণ্য
বিবেক, চেতনার মশাল
কি করে রুখবে সেই চিন্তা কখনো করেছিলে তোমরা?
দরজাটা খুলে দাও! খুলে দাও বন্দ ঘরের দরজাটা;
বিবেক জাগ্রত হলে প্রান্তিক মানুষের তখন কোথায় পালাবে তোমরা;
আর কত আমাদের বুকে ভিতরে কৃষ্ণপক্ষ চাপিয়ে রেখে অন্ধকারে রাখবে এখনো সময় আছে ভেবে দেখ?
পরাজিত তোমাদের সত্ত্বা বিবেকহীন তোমাদের চেতনা মিথ্যা স্বপ্ন তোমাদের।
জীবনের শুভময় সময় বিক্রি করে দিয়েছিলে সে ১৯৭১ সালে।
তারুণ্যের অহংকার বিক্রি করেছিলে সেই কথা ভুলে গিয়েছ তোমরা?
কিন্তু ভুলে যায়নি প্রিয়স্বজম হারানো সংগ্রামী মানুষ যারা জীবনের বিনিময়ে আমাদের বাঁচিয়ে দিয়েছিল।
তোমরাই হত্যা করেছিলে জাতির জনকে,হত্যা করেছিলে জাতীয় চার নেতাকে আর বন্দি করেছিলে তারুণ্যের অহংকারে যারা এখন অসহায় বঞ্চিত সাধারণ সুবিধা থেকে
অট্টহাসি নিশ্চয়ই থেমে যাবে তোমাদের আর বেশিদিন নেই সময় এসেছে দ্বারে।
দরজাটা খুলে দাও। কতদিন আলোকিত সূর্য দেখিনা!
অন্ধকারে বন্দি রেখে তোমরা জয়ি হতে চাও?
পারবেনা কোনদিন আগেও পারনি আর আজও পারবেনা।।