আজ কি তবে লাগলো বিরহী বাতাস লাবণ্যময়ী;
কতটা ব্যস্ততা থেকে তুমি সুখি হতে পার,
কতটা পথ হেঁটে জয়ি হতে পার
জীবন জয়ের গানে...।
অবিনাশী ভালোলাগা আজও কি
তোমায় স্পর্শ করে? শুভমুহুর্ত পেতে এখনো কি ব্যাকুলতা পেয়ে বসে"
অবিরামভাবে, নিবিড়ভাবে কাছে আসে
তোমারি প্রিয় কবি!
নাকি সব ভূলে এখনকার জীবন যুদ্ধ করে যাও আমাদের প্রাণের সুখে।
শান্তিময় অনুভূতি কখনওই কি আসে
চুপিচুপি তোমার জীবন উপভোগে;
যে গান তুমিই কবির কবিতায় সুর দিয়েছিলে সে
গান আজ প্রান্তিক মানুষের মুখেমুখে
তোমারি সুরে তারাও গান গায় আপনকে জয়ে।
লাবণ্যহীন দেশমাতৃকা কখনকখন দুঃখ হয়ে আসে কবিই তোমাকে আশান্বিত করে কবিতায়,
গানে আর
প্রাণের ব্যাকুলতা বুঝেই কবি তোমাকে ডেকে উঠে
চির লাবণ্যে।
আজ কেন তুমি জয়ের পথে কাঁটা দেখলে?
ভয় পাও সেও জানতে চায় কবি ও কবিতা!