না এখনো সব শেষ হয়ে যায়নি
তুমি যা ভেবেছিলে তাও হবার নয়।
যদি ভোররাতে লুট হয়ে যায় শেষ রাতের সাহসী স্বপ্ন, প্রতিমুহূর্তে জয়ী হতে চায় মিথ্যেবাদীর দল।
কখনো মিথ্যা স্বপ্ন দেখাতে চেয়ে ওরাই আবার যখন স্বপ্ন দেখাতে চায় তখন কি প্রকৃত স্বপ্নরা কি আমাদের স্বপ্ন দেখায়?
মিথ্যা আশায় কাউকে অপেক্ষায় রেখে কি লাভ বল?
যদি প্রশ্নের জন্ম হয় প্রতিদিন কিন্তু উত্তর কোথায়!
তোমার চাওয়া পাওয়া জীবন জয়ের গান
এখন চেয়ে দেখি পলকহীন
কখনো কখনো তুমি গান গেয়েছ সন্ধ্যা রাতে
আহবান করেছো
সেই সুরের আকুতি সেই সময়ে যাদের স্পর্শ করেনি তুমি তা জানো।
মিথ্যেবাদীর দল জয়ী হলে তখন কিন্তু লজ্জা পায় বুদ্ধিদীপ্ত মানুষ।