নীলাঞ্জনা
সূর্যের অবগাহনে যাও তুমি
আমি চলি পিছু পিছু কুয়াশা সিক্ত ঘাসে পা'রাখো তৃপ্ত হতে মন!
দূরে গেলে দূরত্বে থাকে প্রেমিক কিংবা প্রেমিকা এখানে পরাজিত অবিনাশী প্রেম অবিনাশী ভালোবাসা।


নীলাঞ্জনা
লোকালয় থেকে অনেক দূরে তুমিও বৃষ্টি হও ভিজিয়ে দিতে মাঠ ফসলি জমি এখানে আনন্দ হাসিগানে কৃষাণী ভালোবেসে জয় করে সবুজ মাঠ সোনালী ফসল আর তারই প্রেমিক পুরুষ, যার অপেক্ষায় এতকাল সেও অপেক্ষায় ছিল।