সুনন্দিতা
যদি ফিরেই যাবে তবে এসেছিলে কেন?
হৃদয় বিলাসী বাগান কিংবা ফুল এখনো কি তোমারি চোখে দেখে?
অভিমানী মুখ, অভিমান ভূলে একটু কাছে থাকে সে, মানে তোমারি প্রিয়জন প্রিয় কবি!
কবির কবিতায় এখনো তুমিই সেই চির চেনা কাব্য কুমারী।
অথচ দেখ যে তোমায় ভালোবেসে কবি হয়ে গিয়েছে তার পাশে তোমারি থাকবার কথা ছিল বিপদেআপদে ;
তুমি নেই কবি একা!
একা ঘর, সংসার আর সমাজ।
কবির কাব্যে তোমারি জয়গান
বিপ্লবী চেতনা দেশদশের কথা।
আমাদের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী, যারা তোমার অপেক্ষায় থেকে তৈরি হয়েছিল বিপ্লবের জন্য,
সাম্যের জন্য আর
মানবতার জন্য।