আমি মানুষের কাছে গিয়ে
মানুষ খুঁজি চেয়ে থাকি অপলক কোথায় সেই মানুষ যাকে খুঁজছি, লোকালয়, অরণ্য, আকাশ খুঁজে ক্লান্ত হই আবার খুঁজি, আমি মানুষের কাছে গিয়ে মানুষ খুঁজি।
মানুষ দরকার মানুষ যে মানুষ সাম্যের কথা বলে গান শোনাবে প্রগতির পথে জ্বালাবে আলো, এনে দেবে মুক্তির চির আনন্দ উদ্ভাসিত হবে তারুণ্য।
মানবতার মুক্তির জন্য চাই সংগ্রাম সংগ্রামই মুক্তির একমাত্র মাধ্যম আর সেই সংগ্রামের জন্য চাই মানুষ, সংগ্রামই সত্য।