হে অবিনাশী
হে সংগ্রামী মানুষ
প্রকৃতির আপন মহিমাময় তোমারই জয়গান
তুচ্ছরূপে তোমার সৃষ্টি লুকিয়ে রাখলে শেষবিকেল সূর্যটার অতলে
তবুও জয়ী
আত্মজ জয়ের অহংকারে।


লোকালয় থেকে অনেক দূরে তুমিও বৃষ্টি হয়ে ঝরে সিক্ত কর এই মাটি- জগতজয়ী ধরিত্রী মাতাকে
আপন কর জন্মজয়ন্তীতে।


আসে নতুন অতিথি
আমাদের প্রিয় সন্তান
লালনে পালনে বড় হয় তার আপন সত্ত্বা
বিবেকহীন মানুষ
যার কোন আত্মপরিচয় নেই
তাকেও মানুষ বলে সমাজসংসার;
কি অসাধারণ তোমার খেলা।


সবখেলার শেষ হয়,
হয় অবসান
জন্মমাত্র অবিনশ্বর এই পথে শিউলী ফুলের মালাও থাকে
আবার থাকে কাঁটাঘেরা পথে অনন্ত পথিক
তবুও আপন মনে হেটে যায়
তোমারই জয়গানে
তুমি ধন্য চির অনন্য
ঠিক তোমার আপন সৃষ্টিতে।


১৫.০৮.২০২০
বগুড়া।


-বিক্রমাদিত্য গুপ্ত