নীলাঞ্জনা,  
তবুও স্বপ্ন আসুক
আমাদের ভাঙ্গা
ঘরের চালের ফুটো ভেদ করে।
এখানে পরাজিত হবার কারণ নেই
আলো আসুক
স্বপ্ন নিয়েই কাটুক
গানে কবিতায় চয়নে।
তুমি আর আমি নই
সবাই স্বপ্ন দেখুক দিনবদলের!
যার স্বপ্ন নেই
সে কি করে স্বপ্ন দেখাবে?
আঁধারের যাত্রীদের জড়ো করে
আর যাই হোক না কেন
মানুষ তাকে বলবে কেমন করে
নীলাঞ্জনা?