প্রেম যদি না থাকতো
তবে চলবে কেমন করে জগৎসংসার
তুমিই বললে-
প্রেমেই মুক্তি
প্রেমই মুক্তি;
কি অসাধারণ আহবানে জাগালে প্রেম প্রেমিকসম!

এখানে স্বপ্নগুলো পুড়ে যায়
মুক্তির বদলে শৃংখল
ভালোবাসা
অনাবিল অজানা
এখানে নিশ্চিত দুঃখ এবং কষ্ট ।

তুমিই কবি
মানব প্রেমে কিংবা প্রেমিক-প্রেমিকাসম
অবিনাশী মন্ত্রের মতো
তুমি কবি
ভালোবাসার জীবন জয়ের গানে
শুভদিনের
শুভমুহুর্তের
মানুষের জাগরণে
চেতনার বিপ্লবে।




___________
সম্পাদনা
১১.০৬.২০২৫