এই আকাশ আমার
এই মাটি আমার
বাংলার মেঠোপথ ধরে হেঁটে চলে কবি ও কবিতা
মায়ের ভাষা বাংলার জন্য শহিদের রক্তে
লাল রাজপথ মিছিলে মিছিলে উত্তাল দেশ।
হাসে পলাশ হাসে শিমুল প্রকৃতি সাজে
বাসন্তিকা রঙে
না ঘরে আর ফিরবেনা তরুণ
মাকে দেয়া কথা রাখতেই হরে
বাংলা আমার মায়ের ভাষা এ আমার অধিকার।
যদি জীবন দিতে হয় দেব তবুও মাথা নোয়াবনা।
তরুণ শ্লোগান দেয় রাষ্ট্রভাষা বাংলা চাই!
আমি আমার অধিকার চাই!
বায়ান্ন একুশে তাইতো মাথা না করার দিন
অধিকার আদায়ের দিন
স্বাধিকার থেকে স্বাধীনতা সেই পথচলা শুরু আজও হেটে চলে কবি।