প্রিয় মেঘলা আকাশ


আজ হঠাৎ তোমাকেই মনে পড়লো আমি তখন রিক্সায়
আকাশের দিকে তাকালাম সারা আকাশ জুড়ে কালোমেঘ!
আজকাল কি যে হয়েছে আকাশের শুধুই একটানা কেঁদে চলে
ওর কাঁন্না যেন থামতেই চায়না ;
তাহলে কি ধরে নেব আকাশ তবে কী আমাদের মত?
আমাদের জীবন এবং নদীর মত জীবনে কতবার বদলে যাই তার হিসেব কেউ কী রাখি?
মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে, স্বপ্নের পথ ধরে হেঁটে যায়...
এরকমভাবে আলোচনা করে তোমার লাভ নেই
লাভ নেই আমাদের কারোই কিন্তু আলোচনাই যে জীবনের, সমাজের এমনকি সংসারের দরকার।
তুমি ভাবছ হয়ত আমি বাড়িয়ে বলছি! ভাবনা থাকা খুব দরকার। চিন্তাজগত সত্যের কথা বলে মানুষকে মানুষ হতে সাহাহ্য করে।
জীবন ও নদী এই দুই আমাদের প্রবাহিত করে প্রতিটি মুহুর্তে, আশা আর নিরাশা এই জীবন নদীতে থাকি আমি থাক তুমি।
আজ আর শেষ করতে পারলাম না আমার যদি দেখা হয় আমি সত্যি তোমার চোখটাকে কিনে নেব, যদিও আমার কেনার সামথ্য নেই!


ভালো থেক প্রিয় মেঘলা আকাশ,
খুব ভালো।।