এখনো অপেক্ষা বৃষ্টিস্নাত বিকেলবেলার
যদি তুমি নেই প্রিয় মেখলা আকাশ!
অনন্তকাল অপেক্ষা
সে কী অপেক্ষা বলে?  
নাকি অপেক্ষা নতুন কোন স্বপ্নের বীজ বপন করে?
ভালো থাকা জীবনকে উপভোগ্য করে তোলা
সেটাও অবিনাশী গানের মতো।
এখানে প্রেম আসে,
আসে বিরহী বাতাস,
তুমি আসো প্রেমময় সুধা হাতে,
যেন পেয়ালা হাতে বসে থাকে দেবদাস!
প্রেমিক কখন যে হয়ে যায় চণ্ডিদাস
সেও অপেক্কায় রজকিনীর!
তুমি মেঘলা আকাশ
জীবনকে জয় করতে কতনা আনন্দ উপভোগ কর ; আনন্দ দেবার অবিরাম চেষ্টা  সংসার,
সমাজ এমনকি প্রিয় সন্তান।
মানুষ ভালোবাসে,
জয় করে ভালোবাসা, মি.মি.বিশ্বাসে আঁকে সুন্দর আগামী আগত প্রজন্মের প্রিয়তম পিতা-মা স্বজন, আপনজন যারা তোমাকে ভালোবেসে দেখিয়ে দিল সুন্দর পথ: সেই পথধরে
পথের ঠিকই আছো তুমিই।।