মিতা আজই তোমার কণ্ঠ শুনলাম!
কি মায়াবী কণ্ঠ তোমার!
মুগ্ধতা যেন আমায় গ্রাস করল।
অসাধারণ তোমার কথা বলার ভঙ্গি।
আজ কি তবে দিনটা এসেছিল আমার শুভদিন হয়ে; আনন্দ বাতাস স্পর্শ করেছে হৃদয় অবদি।!
কি মায়াবী কণ্ঠ তোমার! যেন মুগ্ধতায় হারিয়ে গেলাম তোমারই মাঝে।
অসাধারণ তোমার কথা বলার শৈল্পিকতা !
আজ কি তবে দিনটা এসেছিল শুভদিন হয়ে;
আনন্দ বাতাস স্পর্শ করেছে হৃদয় অবদি
অনাবিল আনন্দ আর হাসিমাখা দিনে তুমিও এলে জীবনের আনন্দ আয়োজনে।
অনন্তকাল লুকায়িত প্রেমময় কাব্যে কবি'র মনে উদ্ভাসিত হলো!
তুমিই আজ যেন কাব্যের মহা নায়িকা তারই লেখা কবিতা আর গানে;
মিতা  আজই তোমার কণ্ঠ শুনলাম
মুগ্ধতার আবেশে মুগ্ধ হয়ে!