আজও আমার বসন্ত আছে
তুমি আছো বলেই মহারাণী
এই অনন্ত পথ যদিও জয় করবো
একটা স্বপ্ন আছে স্বপ্নময়
যদি অনুমতি দাও আমিও সামিল হব তোমার স্বপ্নে।


তোমার বসন্ত শুরু হলে জয়ী হবে প্রেম প্রেমিক পুরুষ আর তোমার প্রিয়তম কবি
যে স্বপ্ন তুমিই দেখতে শিখিয়ে ছিলে;
স্বপ্ন আছে স্বপ্নময়
আছে স্বপ্নময় বসন্ত
যদি অনুমতি দাও আমিও সামিল হবো।


এখনো জাগিয়ে রাখে ওগো নিরুপমা
তোমার জন্য জয় করতে লিখেছি কবিতা প্রগাঢ়তা উপলব্ধি করি মহারাণী
তোমার অস্তিত্ব জুড়ে থাকে আমার স্বপ্নময়ী অবস্থান।


যেদিন প্রথম তোমায় দেখে ছিলাম ভালোবাসার আলিঙ্গনে
আমায় ভুলে থাকো
তবে কেন স্বপ্ন দেখিয়েছিলে?
কেন হৃদয় স্পর্শ করেছিলে?
প্রশ্নের জন্ম হয় প্রতিমুহূর্তে
উত্তর খুঁজে পাইনি! তবুও অপেক্ষা একটি স্বপ্নের
শুধু তোমার জন্য
হে দেবী
হে মহারাণী।


অবিনাশী কবিতা প্রগাঢ়তা খুঁজে ক্লান্ত হয়নি যেমন জয়ী মানুষ তার প্রয়োজনে আত্ম উপলব্ধিতে
তুমি এসো
দেখে যাও
অপেক্ষা তবু্ও তোমার
অপেক্ষা তবু্ও তোমার উপলব্ধির।


আজও আমার বসন্ত আসে
হৃদয়ের উষ্ণ আলিঙ্গনে মহারাণী
তোমার অস্তিত্ব খুঁজে পরাজিত হয়ে  এখনো জাগিয়ে রাখে তোমার উপস্থিত স্বপ্ন দেখায় অবিরাম স্বপ্নময়ী অবস্থান আগের মতো!
বসন্ত এসেছে তোমার স্পর্শমাখা অনুভূতি ছুঁয়ে।




সকল লেখক পাঠক বন্ধুদের
ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও অভিবাদন।


০১.০১.২০২১
সাপটানা সড়ক বাহাদুর মোড়
লালমনিরহাট।