আজ কেন জানি তোমায় ডাকলাম
মহারাণী বলে!
একটা স্বপ্ন আছে
স্বপ্নময় রাতের সাহসী স্বপ্নের মতো
সেই স্বপ্নের পথে হেটে গেলে
পরাজিত হবার ভয় নেই।
তুমিতো অবিনাশী কবিতা
আমার কবিতার রাজ্যের মহারাণী।


আর তুমিও বললে ভালোইতো;
আজ থেকে না হয় এই নামেই ডেকো;
আমি একটু আশ্চর্য  হলাম!
মহারাণী ডেকে ছিলাম ভালোবাসার আলিঙ্গনে
স্পর্শে অনুভূতির জন্ম হলে পুলোকিত হয় মন
এখানে পরাজিত হয় মানুষ
সেরকম অনুভূতির
যদি জয় করে থাকি পরম সুখে দুখে
তবে আমিও ছুঁয়ে দিব তোমার সমস্ত হৃদয়
স্পর্শে জাগাবো বিশ্বাস।


তারপর বললাম! ঠিক আছে মহারাণী
এই নামেই তোমায় ডাকবো!
ভালোবাসা সে এক অন্যরকম অনুভূতি
কে যে কখন সেটা উপলব্ধি করে
সে নিজেই বুঝতে পারেনা।


এসো প্রিয়তমা
এই অন্ধকার ভেদ করে আলোতে
চেয়ে দেখো কবিও
অসীমের মতো নিবেদন করেছিল প্রেম
লিখেছিল কবিতা।


আজ আমিও দারুন উপলব্ধি করলাম
সত্যিই মহারাণী।