ভালোবাসার ফুল যদি নাইই
ফুটিয়ে থাকো তোমার শরীরের
বাম দিকটায় মহারাণী;
তবে একশো আটটা ফুল
এনে কি হবে
বলতে পারো মহারাণী?
কবিতো সেই ফুল ফুটাতে ছুটে গিয়েছিলো
অনন্ত পথের শেষে,
যে পথের শেষ প্রান্তে হয়তো তোমার থাকবার কথা ছিলো।


ভালোবাসার জন্য একশো আটটা ফুল আনতে পারিনি কবি কোন দিন;
যদিও আনবার চেষ্টা করেনি
কোনদিন কোন কালে।


অবিনাশী প্রেমে তুমিই অবিনাশী কবিতা;
প্রগাঢ়তা খুঁজে কবি তোমাকে আবিস্কার করেছিলো।


জীবনের শুভমুহুর্ত উপভোগে
সঙ্গী হলে
তুমি কবি লিখে যেত শ্রেষ্ঠ কবিতা
জীবনের জয়ের গান।


তুমি অবিনাশী কবিতা
যার প্রগাঢ়তা খুঁজে
কবি ও কবিতা হয়তো পরাজিত
হয়েছিলো!
পাছে লোকে যেন না বলে উঠে
দুঃস্বপ্ন দেখেছিলো কবি
সেটি হয়তো কোন একদিন শেষ রাতে।।