খুঁজে পাইনি তবুও খুঁজে দেখা
নদীর মতো কুলহারা যার
শেষ নেই ছুটে চলা।
কি দারুণ পাষাণ প্রাচীরে
আবদ্ধ এখানে মহারাণী
কুয়াশা সিক্ত ঘাসে
পা'ফেলা হঠাৎ চমকে উঠা
রোমাঞ্চকর কিছু একটা
অনুভব করতে চমকে উঠে
মন,
লজ্জাবতী লুকিয়ে লজ্জা
পরকে করেছিলে যে পর
সে অবিনাশী কবিতা
প্রগাঢ়তা খুঁজে ক্লান্ত হয়ে
যায় কবি!
কবিতার উৎফুল্লতা দেখো
কিন্তু তারও একটা কষ্ট
আছে, কিছু দুঃখ আছে
কবিও অসীমের মতো
নিরাশ হলে কবি
পরাজয় মেনে তিনিও
লুকায় মুখ অন্ধকার গহব্বরে
যে প্রগাঢ় অন্ধকার ঘিরে
সুপূর্ণিমাকে
অমাবস্যার রাতের মতোই।