কতদিন তোর হাসি দেখিনারে!!
এখনো চোখ বন্ধ করলে
তোর অস্তিত্ব খুঁজে পাই।
কতদিন তোর সুরেলা কণ্ঠে কবিতা শুনিনি
কতদিন তোর সাথে হয়নি প্রাণের কথোপকথন।
তোর অবস্থান আছে আগের মতো
যেখানে ছিলি তুই।
সব কিছু ভুলে থাকা যায় না রে হে দেবী হে মহারাণী;
তোর প্রেমে পরাজিত হবার যে ইচ্ছে ছিল
অকস্মাৎ বৃষ্টির মতো ভিজেছি প্রশান্তির পূর্ণতায়
কি দারুণ অনুভূতি যা আজও শেষ রাতের সাহসী স্বপ্নের মতো।
তুই কি ভুলে গিয়েছিস আমাকে?
যদি অনুমতি দাও আমিও অবিনশ্বর হতে চাই অবিনাশী প্রেমে।
দেবী সব দোষ মেনে নিয়ে ফিরে এলাম যখন আমার অন্ধকার ঘরে সত্যিই রে নিদারুণ কষ্ট অনুভব করি বারবার
তোকে ভুলে থাকাটা সম্ভব নয় ভেবে কাটিয়ে দেই রাত রাতজাগা পাখির মতো!
তোর কবিতার উচ্চারণ এখনো কানে বাজে
এখনো জাগিয়ে রাখে অনন্ত পথের সাহসী যাত্রী হতে।