তোমার যত অভিমান লুকিয়ে রাখো মেঘের আড়ালে  
অমাবস্যার অন্ধকারে লুকিয়ে গেলে জয়ী হয় না প্রেম প্রকৃতি।
তুমি শুধুই অভিমানী বড্ড বেশি অভিমান তোমার মিছে ভুল বুঝে দূরে গেলে কষ্ট পায় কবি
যে স্বপ্নের সোপান তুমিই দিয়েছিলে কবি ও কবিতাকে।
মুখ লুকিয়ে নিজেকে কি লুকানো যায়!