হঠাৎ পালটিয়ে  রেখে দিলি দেবী
তোর নাম।


আর মুক্তি চলে গেলো গহ্বরে।


নিদারুণ মানুষ তোর পূজা করবে ভাবছিস?
সব নিরানন্দ দূর করে স্বপ্ন দেখেছে স্বপ্নময়ী মানুষ একটা ভালোবাসা জয় করেছিল পরম আনন্দে আর তুই এখন দেবী!
তোরই পূজায় নিমগ্ন তুই নিজেই।


আজ আমার ভাবতে ভালো লাগছে;
দারুণতো দেবী
মুক্তি বদলে শৃঙ্খল একটি সমাজের একটি মাত্র পরিবারের একটি সংসারের।


তবে তুই দেবী তোরই স্বামী থাকুক বড় পূজারি
অর্ঘ্য নিবেদনে
সার্থক আজ ভূস্বামী।


পিছিয়ে পরা প্রান্তিক গোষ্ঠি যারা তোকে ভালোবসে জয় করতে চেয়েছিল
জীবনকে জয় করে হতে চেয়েছিল
তোরই প্রিয়স্বজন
আজ তারাও নিশ্চয়ই তোর পূজারি হতে চাইবেনা!


ভেবে দেখেছিস
একটু হলেও;
সমাজসংসারে আজও স্বপ্নে মানুষ
এঁকেছিল মানুষের জয়গান।
তাদের জন্য তুইও কি হয়ে উঠবি  
শুধুই দেবী।।