বাতাসে উড়ুক তোমার
এলোকেশী চুল,
শ্রাবণের এই বৃষ্টিতে
এলোমেলো হোক না সবকিছু
প্রশান্তি ছুঁয়ে দিক সমস্ত তোমার।


প্রকৃতি বলে তুমিই মানবী
লুকায়িত শিল্পকেন্দ্রিক আত্মপ্রকাশ;
মানুষে সূর্যমমাখা অবগাহনে
মানুষ: বলে তুমি 'মানুষ' হও।


বৃষ্টি জলে স্বপক্ষীয় উচ্চারণে
তবুও বলে তুমি 'মানুষ' হও
মানব কল্যাণে -
নারী পুরুষে জয় হোক
পরাভূত অকল্যাণ অনাচার ঘুচে
আসুক সুবাতাস
সাম্যের চির আনন্দে।