শুধু ঢাকা শহর নয় আজ
সমস্ত দেশ জেগেছে একটি মাত্র লক্ষ্যে
স্বাধীনতা চাই, স্বাধীনতা!


নেতা আজ দিক-নির্দেশনা দিবেন-
আমরা তৈরী আমাদের লক্ষ্যে।
মা বলেছিল ''খোকা সেদিন ফিরবি ঘরে
যেদিন মুক্ত হবে দেশ!
আমি সেই জন্যই তোকে তৈরী করেছি।"
মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে-
পথে নামে সন্তানেরা।


মিছিলে মিছিলে আজ ঢাকা যেন মিছিল নগরী!
শ্লোগানে শ্লোগানে মুখরিত হলো- জনপদ
"জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!
তোমার আমার ঠিকানা
পদ্মা মেঘনা যমুনা।
তোমার নেতা, আমার নেতা-
শেখ মুজিব। শেখ মুজিব।"


রেস কোর্স ময়দানে আজ
লাখো লাখো মানুষ।
এখানে নেই কোন ভেদাভেদ
নয় কেউ হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান....
সবার একমাত্র পরিচয় বাঙালী।
অপেক্ষায় স্বাধীনতাকামী জনতা।


অপেক্ষার অবসান, নেতা এলেন,
এলো মাহেন্দ্রক্ষণ
বজ্রকন্ঠে উচ্চারিত হলো- "ভায়েরা আমার"
চারিদিক আন্দোলিত রক্তে আগুনের স্ফুলিঙ্গ।
সবাই হয়ে উঠলেন তেজোদৃপ্ত।
মুজিব হয়ে উঠলেন আদর্শ, শক্তি, শপথ!
স্বাধীনতার শ্রেষ্ঠ মানুষ!  বাঙালী ও বাংলার
হাজার বছরের কাঙ্খিত মহাপুরুষ!


ঘোষণা করলেন বাংলাদেশের স্বাধীনতা :
"রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিবো-
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম!
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম!
জয় বাংলা।"


ধ্বনি প্রতিধ্বনিতে মুখরিত রাজপথ-
জেগে উঠলো- শহর, নগর, গ্রাম।
এবার মানচিত্র চাই!
স্বাধীনতা চাই।।