নিদারুণ কষ্ট অনুভব করে
দেখেছো কখনো মহারাণী?
কবি এবং কবিতারও কষ্ট আছে,
তাকেও গিলে খায় একাকিত্ব;
সময় হয়ে উঠে দুঃসময়ময়!
কোথায় তুমি হে দেবী
প্রাণের সখী
কবিতা আর চাঁদ
দেখেছো কখনো একসাথে?
প্রখর রোদে পুড়ে যায় যে কৃষক
তাঁকে ঘিরে থেকেছো কী?
কৃষাণীর ফসল ঘরে তোলার দৃশ্য
দেখে তোমার কি শুধু সুখ খুঁজে
সুখ অনুভব করো
কৃষাণীর লুকায়িত কান্না
দীর্ঘস্বাসের শব্দ
তোমার কান পৌঁছেছিলো কী?
কষ্টের কোন সীমা নেই
নিদারুণ কষ্ট অনুভব করে দেখো
কুয়াশার আড়ালে সূর্যের মতো
কখনো কুয়াশা সিক্ত ঘাসে
পা রেখেছিলে?
কিংবা রূপালী চাঁদ?
সমস্ত আলো দিয়ে
প্রশান্তি পূর্ণ অবস্থান তোমার চেয়ে
নিদারুণ কষ্ট মেনে নিয়ে
ফিরে যায় কবি ও কবিতা
অনন্তকাল অপেক্ষা করে
জয়ী হবে মানুষ জরাজীর্ণতা ভুলে,
তুমিতো দেবী
কখনো বা কবিতার রাজ্যের মহারাণী,
হে দেবী
কবিতো সব কিছু পূরণ করতে গিয়ে
লিখেছিল গান কবিতা প্রাণের উচ্ছ্বাসে।
নিদারুণ কষ্ট অনুভব করে দেখো
বুঝবে কষ্ট কাকে বলে।