নীলাম্বরী সব কী নীলেই ডুবে থাকে?
চেয়ে দেখো নীলিমায় ডাকে প্রগাঢ় নীলাম্বর!
স্বপ্নের এই পথে তোমাকে ছুঁয়ে দেখার অদম্য ইচ্চাটাও কি শুধুই লুকিয়ে রাখবে?
হাসে চাঁদ হেসে উঠে রাত সব সবুজ শিশিরে সিক্ত একাই শুধু নীলাম্বর!
কামনাহীন রক্তে রক্তের কণিকারূপ দেখে শান্তি আসেনা হৃদয়ে মনে আর শরীরের প্রতি ভাজে।
ভালোবাসা শুধুই ইচ্ছাময় সুখ হতে পারে কী?
ছুঁয়ে যাওয়া মন কিংবা বৃষ্টিজল ছুঁই ছুঁই করে চারদিক প্রগাঢ়ভাবে আঘাত করে আকাশের বিজলী একসময় শান্ত হয় নীলাম্বর আর হাসে চাঁদ হাসে রাত।।