নীলাঞ্জনা
আসবে দিন সুদিন হয়ে
তুমি আসবে বলে
স্বপ্নরা আজ এসেছে রাঙাতে
বিশ্বাসের ভালোবাসা হয়ে।
তুমি কে কষ্ট পাও
আমিতো ভেবেই পাইনি
কোন কষ্ট দিয়ে দেয় আমার
কবিতা??
কবিতার প্রগাঢ়তা খুঁজে দেখো
কবিতাই বিশুদ্ধ বাতাস
আমাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে
তৈরি করে বিপ্লবী মন সাহসী মানুষ   বানায়।
কবিতার শুদ্ধ উচ্চারণে আনবে
প্রগাঢ়তা মানব প্রেমে আর জীবন জয়ের গানে
বিশ্বাসের ভালোবাসা হয়ে প্রেমিক বেশে ছুঁয়ে দেয় প্রকৃতি ও মানুষকে।
সোনালী সূর্যের ডাকে বেড়িয়ে পর
সংগ্রামে;
অবিনাশী যে রাতের প্রথম চাঁদের
আলো লাগিয়েছিলে গায়ে
নিয়ন আলো এখনো জেগে থাকে
রাতজাগা প্রেমিক আর চিরমুক্তির
সেই কবি ও কবিতা।
সাম্যের চির আনন্দে জয়ী হও
হে সংগ্রামী হে বিপ্লবী নীলাঞ্জনা।