নিজের সাথে প্রতি মুহুর্তে যুদ্ধ।
আসে সংগ্রাম-
আসে বিপ্লব-
দিনবদলের গান,
কখনো তুমি জয়ি-
আর আমি পরাজিত হলেও তখনতো তোমারি জয়ি হবার কথা নীলাঞ্জনা।


পরাজিত হতে নয়
জয় করি সমস্ত বড়ো বেশি ভালোবেসে,
জীবন যুদ্ধে পরাজয় বলে কিছুই নেই
স্বপ্ন এবং বিশ্বাসের এগিয়ে যায় জীবন
জীবন থেকে জীবনে।


সুখ খুঁজে সুখ ছুই
পরম্পরায় প্রবাহিত নদীর মতো
তুমিও এসো নীলাঞ্জনা
জীবন জয়ের গানে
একটু না হয় ছুঁয়ে দেই তোমাকে
ছুঁয়ে দেই সুখ
বিপ্লবে সাম্যের চির আনন্দে।