এক.
নীলাঞ্জনা,
আবেগে জড়ানো ছুঁয়ে দেয়
একটু একটু করে
কবিতার শরীরের ভাজে ভাজে
আজ সেজে নীলাঞ্জনা
তৃপ্তিসাধক মনে
আসে রাত ভালোবেসে
বিশ্বাসের অনুভূতি নিয়ে।


দুই.
নীলাঞ্জনা,
অবিনাশী প্রেম জাগিয়ে তৃপ্ত উচ্চারণ
আজ কবি ও কবিতা মিশে যায়
একটি স্রোতে,
আর নিগুঢ় রাতে পূর্ণিমা ঢেলে দেয়
জ্যোৎস্নার প্লাবন
ছুঁয়ে দাও হাত
ছুঁয়ে দাও শরীর পরম সুখে।