(প্রিয় সাংস্কৃতিকজন ও নাট্যাভিনেতা
নীহারিকা নীলাঞ্জনাকে নিবেদন)


ফিরে এসো মেঠোপথ আর কাদামাটি জলে, শরতের  বৃষ্টিস্নাত দিনে
কাশ ফুলের শুভ্রতায়...
এই মাটিমাখা সরু পথে
যেখানে থাকে তোমার প্রিয়জন,
আজ তোমার অপেক্ষায় এখনো অপেক্ষা শুধু তোমার জন্য।


ফিরে এসো প্রাণপ্রিয় সখা
আজ তোমার ভীষণ প্রয়োজন!
এই বাংলার মেঠোপথ সোনালী ফসল
সবুজ মাঠ
কতোদিন হাটা হয়নি!
গ্রামের পথ ধরে-
কতোদিন আমি তোমার কাছ থেকে দূরে;
কতোদিন তোমার স্পর্শ আলিঙ্গন বঞ্চিত!


আমাকে দূরে রেখে
কতটা
ভালো থেকে  
থাকো ভালো?
যদিও প্রশ্নের জন্ম হয় প্রতিমুহূর্তে
কিন্তু উত্তর জানা নেই।


তুমি ভালো আছ
যদি সুখময় অনুভূতি তোমায় স্পর্শ করে
ভালো থাক তুমি,
তবে তো কথা নেই
দূরে রেখে ভালো কি করে থাকা যায় বলতে পারো প্রিয়তমা?
আমি আগের অবস্থানেই তোমার প্রেমিক বেশে।।