এক.
নীলাঞ্জনা,
পুড়ে যায় গলে যায়
শেষ হয় অস্তিত্ব
একসমসয় সব হয় শেষ;
তবুও তুমি অহংকারী জ্বালিয়ে দিচ্ছো
সব করছো শেষ।
মানুষ মরে গেলে সব হয় না শেষ
যদি থাকে তাঁর থাকে মানবপ্রেম
যদি জয় করে থাকে সমস্ত বাধা
আনে বিপ্লব মাম্যের চির আনন্দে।


দুই.
নীলাঞ্জনা,
স্বপ্ন দেখতে নেই আজ মানা;
আসুক স্বপ্ন শুধু তোমার জন্য নয়,
আমারও একার নয়,
যে স্বপ্ন আমাদের সবাইকে
নিয়ে যাবে কাঙ্খিত লক্ষ্যে
জাগাতে চেতনা
বিপ্লবে,
সাম্যে-
আর মানবপ্রেমে।