নীলাঞ্জনা,
আমিতো তোমার জন্য একশো আটটা পদ্ম আনতে চাইনি কোনদিন;
চেষ্টা করিনিও কোনদিন!
ভালোবাসার জন্য কেন আনতে হবে একশো আটটা নীল পদ্ম?
আমি ফুল ফুটিয়েছি তোমার শরীরের বামদিক টায়
যেখানে মানুষের অস্তিত্ব থাকে নীলাঞ্জনা।।


নীলাঞ্জনা,
তুমি নেই তাতে কি?
একটা আকাশ আছে
আছে তার অনিন্দ্য ভালোবাসা! ভালোবাসায় কষ্ট নেই, নেই পরাজয়! আর যদি পরাজিত হও বুঝবে সেটাইকে ভালোবাসা।


নীলাঞ্জনা
সমুদ্রের ক্ষত দেখতে যেওনা;
আমি যে দেখি তোমার চোখে সমুদ্র!
সমুদ্র দেখতে গিয়েই তোমার সাথে দেখা, তারপর কেটে গেল কতগুলো দিন, কতগুলো বসন্ত।
আর সেই ক্ষত খুঁজে যা পেয়েছি
তাতে সমুদ্র দেখার অনবদ্য আকাঙ্ক্ষা আজও তারিয়ে বেড়ায় অনিন্দ্য ভালোবাসার অজুত স্বপ্নে।।