নীলাভ আলো পুড়িয়ে দেয় সমস্ত
আর কত দূরে রেখে,
সুখী হতে চাও তবে তাই হউক
জয়ী হতে চেয়ে অপেক্ষা নামক স্বপ্নের মতো জেগে থাকে রাতজাগা পাখির মতো।


নীলাভ আলো পুড়িয়ে দেয় সমস্ত
অবিনাশী রাত ভালোবেসে সোনালি সকালে উঠে জ্যোৎস্নার কথা ভেবে লাভ নেই জানি
তবুও অপেক্ষা একটি স্বপ্নের।


নীলাভ আলো পুড়িয়ে দেয় সমস্ত
বড়ো বেশি প্রয়োজন অন্ধকার মাঝে মাঝে খুব আপন সে অন্ধকার,
তুমিও সুখ ছুঁয়ে দেখো যেখানে পরাজিত হবার আগেই আমি না হয় পরাজিত হবো।


নীলাভ আলো পুড়িয়ে দেয় সমস্ত
অবিনাশী রাত ভালোবেসে বিশ্বাসের শুভময় অনুভূতি জয় করতে তোমাকে ছুঁয়ে দিতে চেয়েছিলাম রাতজাগা প্রেমিকের মতো,
তবে তুমি পেরেছো সব ভুলে ভালো থাকতে নিশ্চয়ই সুখি হতে।