(উৎসর্গ: কবি সামিয়া খান'কে নিবেদন)


নীলাঞ্জনা,
তুমিই কবিতা
কবির চিরন্তন সত্যি কাব্যে,
অনন্ত পথে অপেক্ষা করা প্রেমিকা;
ভালোবাসা আর
জীবনকে উপভোগে।
আসে রাত, যায় দিন।
একটা স্বপ্নিল স্বপ্নে
এঁকেছিল কবি টুকরো টুকরো স্বপ্ন!
আর সেই স্বপ্নের পথ ধরে আসবে
প্রগাঢ় স্বপ্ন;
বদলিয়ে দেবে আমাদের
সমস্ত দুঃসময় আনবে দিন
হয়ে শুভময়।
একদিন ঘুম থেকে
জেগে উঠে দেখবে
কবি ও শান্তিমগ্ন মানুষ,
যে স্বপ্নিল রাতে
মানুষ এবং কবিতা মিলিত
উচ্চারণ করে
বলবে:
শান্তি
শান্তি
শান্তি।।
কখনো তুমিই কবিতা
যার চোখে দেখে কবি সমুদ্র,
আবার আছে অগ্নিকণা!
পুড়িয়ে দেও সমস্ত
অশান্তি,
জ্বালাও দিক-বিদিক
পুড়ে অঙ্গার
কৃষ্ণপক্ষ আর অনাচার।
আলো আসে নদী থেকে সমুদ্রের
কোন ঘেঁষে
উদ্ভাসিক হয় আলো;
সেই আলো আসলে,
চলবে প্রগতির চাকা
প্রকৃতি বাঁচলে- বাঁচবে
মানুষ ও তার প্রিয়স্বজন।



......................
সাপটানা সড়ক,
বাহাদুর মোড়
লালমনিরহাট।
৩০.০৬.২০২০