অভিযোগ তুমি করতেই পারো
বিশ্বাসের বাতাসে আনতে পারো অগ্নি বাতাস;
জীবনকে উপভোগ্য করতে নাও দিতে পারো!
তবুও কবি কী থেমে রাখে সব কাজ?
স্বপ্ন যদি দেখে থাকো জীবনের শুভমুহুর্তে
যদি স্বপ্নে এঁকেছিলে শুভময় দিনের তবে কেন অপরাধী করতে চেয়ে তোমার দুঃস্বপ্ন এনেছিলে? ভালোবাসার কাছে যদি পরাজিত নাই হলে তবে কি করে বলবে তুমিই ভালোবেসে জয়ি হবে?