আজ সারাদিন আমাকে তোমার
অপেক্ষায় রেখে দিলে তুমি,
গতকাল বলেছিলে মুঠোফোনে দেবে ফোন!
আমি সকাল থেকে সন্ধ্যা কতনা
অপেক্ষায় ছিলাম কখন আসবে তোমার ফোন;
অথচ এক সময় শেষ হয়ে গেল সকাল থেকে সন্ধ্যা
তারপর শেষ হয়ে গেল সমস্ত রাতটা-
তবুও এলোনা তোমার ফোন!
দিবসের শুরুতে কত না আনন্দে ছিলাম
সকাল এসেছিল শুভময় সকাল হয়ে।
আনন্দ বাতাস বয়ে যাচ্ছিল চারদিক।
অপেক্ষায় ছিলাম
অপেক্ষা দেখিয়েছে স্বপ্ন প্রগাঢ় ভালোবাসার,
আর সেই স্বপ্ন তুমিই আমাকে দেখিয়েছিলে।
তুমিতো আলো! তোমার আলোয় যে হয়েছি আলোকিত...
তোমার অপেক্ষায় ছিলাম-
অপেক্ষা আমাকে স্বপ্ন দেখিয়েছিল।
অপেক্ষায় রেখে শুধু কী স্বপ্নই দেখালে?
তোমার জন্য অপেক্ষায় থাকি অপেক্ষা আমায়
স্বপ্ন দেখায় আমি পূর্ণিমা দেখি আর সমস্ত আলো তোমাকেই বিলিয়ে দেই
তুমি ভালো থেকো পূর্ণাথী হয়ে।।