অরিন্দম একজন লেখক। যদিও ছোট লেখক! অরিন্দম হাসে; লেখকের আবার ছোট বড় কি লেখক লেখকই।
অরিন্দম যখন কলেজ শেষ করে লিখে স্থানীয় ও জাতীয় পত্রিকাতে ঠিক সেই সময় হঠাৎ পরিচয় হয় তরীর সাথে যদিও তরী লিখে নিয়মিত জাতীয় পত্রিকায়। একদিন হঠাৎ চিঠি আসে অরিন্দম নামে। অরিন্দম অবাক হয়! আমার নামে চিঠি তাও যাকে চিনিনা জানিনা সে আবার আমার মত নগন্ন লেখক তার কাছে অপরিচিত চিঠি!
অরিন্দম চিঠি খুলে আরও অবাক; এ যে তরী মানে কবি তরী!  যার লেখা বলতে গেলে প্রতিদিন পড়ি পত্রিকায়।
আমাকে লিখেছে চিঠি! তাও আমার একজন প্রিয় কবির চিঠি?


আসছে..