চুপিসারে আসে রাত বিরহী বাতাস
আমি একা যদিও অন্ধকার ঘর
একটু আগেও আলো হয়তো ছিল কিন্তু এখন নেই শুধুই অন্ধকারে।


লুকায়িত কামনা কেন আসতে চায় বিরহী মনে? মরুময় বুকে বাধে স্বপ্ন সে কোন স্বপ্ন নিয়ে যেতে চায় নদীর মোহনায়? অথচ তুমি নেই তবুও আসে রাত যদিও চুপিসারে।


সবকিছু কি লুকিয়ে রাখা যায় প্রেম এবং বিরহ অবিনাশী প্রেমে কেন পাগল হয় মন; তুমিতো বুঝবেনা তোমার বোঝার দরকার যদিও হবার কথা নয়, লুকিয়ে থাকে সবকিছু কিন্তু তা কি রাখা যায়।