এক.
নীলাঞ্জনা
আমিও তোর জন্য রেখেছি
সবুজময়তা
যেখানে এসে
মিশে যায়
সবুজ ভালোবাসা।।


দুই.
কুয়াশা সিক্ত ঘাসে
পা'রাখে অরিন্দম!
নীলাঞ্জনার বুকে তখন
পাঁজর ভাঙ্গার শব্দ!!


তিন.
অরিন্দম
আমিও বৃষ্টি হব
ভিজিয়ে দেব তোমার সমস্ত
ভিজবে তুমি
আর সব সৃষ্টিনাশ!


চার.
ডাইক্কো না নীলাঞ্জনা    
বৃষ্টি ভেজা রাইতে
বুক যে আমার কাইপ্পা উঠে
স্পর্শেও থামেনা তাতে!


পাচঁ.
আর এসো না কাছে
থাকো দূরে
জ্বালাতে আগুন এসো না
স্পর্শে পুড়ে যায় মন
মাঠ ফসলি জমি।