পিতা তোমার স্বপ্নময়ী স্বপ্নে
এখনো স্বপ্ন আঁকি দিন,
যে স্বপ্ন তুমিই দেখিয়েছিলে জন্মের
শুভক্ষণে,
তুমি নেই চলে গেছ অনেকদিন
অনেকগুলো বছর।


একটা শুণ্যতা
এ যেন পাতাবিহীন জীবন বসন্ত
যখন থমকে দাঁড়ায়
জীবন এবং জীবনপ্রবাহ!
তখনই
সুখময় ফলবান দিন
অনুভব করে বংশপরম্পরা
তোমার প্রিয় সন্তানেরা!


তুমিতো 'বটবৃক্ষ'
যার ছায়ায় আশ্রয় নিয়ে
পার করে দিন;
আসে প্রগাঢ় বসন্ত
সুখময় বাতাস মনে
এখনো দোলা দেয়
নিঃশ্বাসের প্রতিটি শব্দে!
যে সুখ এখনো লেগে আছে
পুরো শরীরময়।


মানুষ স্বপ্ন দেখে
স্বপ্নে গড়ে
পিতার আদর্শে শুভময় দিন
জয় করে সব বাধা
জয়ী হয় জীবন
মননে-সৃজনে।


পিতা তাঁর জীবন সংগ্রামে
রক্তের ঋণ প্রজন্ম থেকে প্রজন্মান্তর
বয়ে বেড়ায় প্রবাহিত নদীর মতো,
নদীর মতো এই চলমান জীবনে
বদলে গিয়ে কোন লাভ আছে বলে
কিছু নেই;
থাকবার কথাও থাকতে নেই।


আমাদের রক্তে
পিতার অবস্থান অবিরাম-
যেন প্রবাহিত নদী
রক্তে, শিরায়, উপশিরায়,
আমাদের আগত প্রজন্মকেও
সেই ঋণে ঋণী হয়ে
এগিয়ে যেতে হবে আগামীর পথে।


পিতা
তোমার অবস্থান এখনো থাকুক
সমস্ত জীবন জুড়ে
জয়ী করো আত্মজকে
রক্তের হে উত্তরাধিকার
পিতাই হোক জয়ী
বিশ্বাসের ভালোবাসা হয়ে,
যা তুমি গর্ব করে বলো হে, তাঁর প্রিয় সন্তান।


..............
২১.০৬.২০২০
মডেল হাইস্কুল খেলার মাঠ
লালমনিরহাট।