চলে গেলে এভাবেই চলে গেলে কিন্তু রেখে গেলে বিরহী বাতাস, বিরহ বাতাস কাঁদায় লুকিয়ে কেঁদে উঠে মনমাধুরী, চলে গেলে দিয়ে গেলে বিরহী বাতাস।
তুমি চলে যাচ্ছো এভাবেও চলে যাওয়া যায়, যদি স্বপ্ন দেখিয়েছিলে তবে কেন ফিরে গেলে? ফিরেই যদি যাবে তবে এসেছিলে কেন, কেনইবা ছুঁয়েছিলে মন শরীর ভালোবাসার ছলনায়।
সব ভুল গেলে পরাজিত হয় ভালোবাসা, তুমি কি সত্যিই পরাজিত হতে চাইলে; কি করে ভুলে গেলে অবিনাশী প্রেম লুকায়িত ভালোবাসা
বিরহী জয়ী হলে তবে পরাজিত হলে তুমি।