যতবার প্রশ্ন করি নিজের কাছে কতটুকু ভালোবাসি তোমাকে!


ভালোবাসার কোন পরিমাপ যন্ত্র নেই জানি;
তবুও কেন প্রশ্ন আসে হৃদয়ের গভীরে?
কিন্তু উত্তর নেই জানা।


আমি পরাজিত হতে চাই মহারাণী
ভালোবাসার কাছে পরাজিত হবো
প্রশান্তি খুঁজে
সেটাইতো নাকি ভালোবাসা।


যতবার প্রশ্ন করেছি মনের কাছে উত্তর দেয়নি মন
উল্টো আমাকেই প্রশ্নের জালে করেছে বন্দি
তাহলে ভালোবাসা কী চলমান নদী?


যার ছোঁয়ায় বদলে যায় মানুষ এবং অনবদ্য প্রেম খুঁজতে গিয়ে পরাজিত হয়;
নাকি একটু করে বয়ে চলা ডিংগি নৌকো?


মহারাণী
তুমি কী ভালোবাসার কাছে পরাজিত হয়েছিলে কখনো?


ভালোবাসা অবিরাম খুঁজে ফেরে অনিন্দ্য সুন্দরে-
তুমি পরাজিত হলে জয়ী হবে প্রেম প্রেমিক আর ভালোবাসা
মহারাণী।