তাদের কথা শুনতে নেই
যদি তা হয় মিথ্যা,
নীল বেদনা ধরে রাখতে নেই!
সুখি হও সংগ্রামে
এসো মানুষ
অবিনাশী প্রেম মানবতার মুক্তি
সবই আছে সংগ্রামে।
তুমি জয়ী হও হে অবিনাশী।
পরাজিত হতে নয়
জয়ী হও বিপ্লব, মানুষের চেতনাকে শানিত করে ছড়িয়ে দাও আলো
সাম্যে প্রগতির পূর্বশর্ত হচ্ছে
এগিয়ে যাওয়া
পেছনে ফিরে গেলে চলবেনা এগিয়ে যাও
বিপ্লবী সাহসী মানুষ তোমরাই,
তোমাদের রক্তের আছে সংগ্রাম।
এই সাহস তুমি পেলে কোথায় ভুলে
গেলে?
১৯৭১ এ
লক্ষ লক্ষ নারী, শিশু, যুবক,
যুবতীরা শহিদ হল
দিল আত্ম হুতি সাধারণ মানুষ
মুক্তির চির আনন্দে -
স্বাধীনতার স্বাদে।
তোমার রক্তে আছে তাঁদের রক্ত
যা এখনো প্রবাহিত হচ্ছে
প্রতিমুহূর্তে।
এগিয়ে যাও সামনের দিকে
এগিয়ে যাও সংগ্রামে।


_______
সাতমাথা,
রংপুর
১৭.০২.২০২১
সন্ধ্যা ৭.১৫ মিঃ