জীবন জয়ের গানে
কবিতায় চয়নে দীপ্ত উচ্চারণে এসো নীলাঞ্জনা!
আমি পথের শেষ প্রান্তে অপেক্ষা করছি।
যে অপেক্ষা তোমাকে রাঙিয়ে রাখবে
আমার অনিন্দ্য কবিতা।।


কি করে সব কিছু পূরণ হয়ে যায়!
এখানে পরাজিত হবার কারণ নেই
এখনো জাগিয়ে রাখে তোমার দেয়া স্বপ্ন
স্বপ্ন দেখতে হয় দেখাতে হয়
আর সেই স্বপ্নের বীজ বপন করি তুমি আর আমি।


কি করে কবিতারা আসে মধ্য রাতে
প্রেমিকা রূপেই জলপূর্ণ মঙ্গলঘট প্রতিষ্ঠা কোরে
প্রেমিকের সঙ্গে যুক্ত থাকে
মানুষ ছুটে প্রেমিকার কাছে
পরাজিত হতে
ভালোবাসার লুকায়িত আলিঙ্গণে!
তুমি কবিতা অনিন্দ্য সুন্দর প্রকাশে।