তোমার কোন পরাজয় নেই মহারাণী
তুমিতো অবিনাশী কবিতা
যার প্রগাঢ়তা খুঁজে কবি তোমাকে আবিস্কার করেছিলো কোন এক মাহেন্দ্রক্ষণে
যে অবিনাশী তার কোন শেষ নেই
অবিরাম শুভমুহুর্ত উপভোগের আনন্দ আয়োজন কবিতা
প্রেমিক পুরুষ সেজে আত্মগোপন করে প্রেম চাইলো তোমার কাছে
হয়ে উঠলে কবিতার রাজ্যের মহারাণী।
যে অপেক্ষা দেখিয়ে ছিল প্রেম
স্বপ্ন রাঙা প্রভাতে রবির কিরণের মতো উদ্ভাসিত কবিতা জয়গানে
নিবেদন করে
তোমাকে জয়ের
একটা বিশ্বাস জন্মে
তৈরি হয়ে উঠে ছোট ছোট স্বপ্ন যে স্বপ্ন তুমিই হয়তো দেখিয়ে ছিলে কবি ও কবিতাকে;
যদি অনুমতি দাও আমিও অবিনশ্বর হতে চাই বিপ্লব সাম্যের চির আনন্দে বিমোহিত প্রেমিক পুরুষ সেজে।
যে অপেক্ষা দেখিয়ে ছিলে তুমি অনন্ত পথে
যাত্রী হতে
যে পথের শেষ প্রান্তে অপেক্ষা করে অবিনাশী প্রেম এবং তোমার প্রিয় কবি ও কবিতা
তাকে ভুলে দূরে সরিয়ে রেখে যদি জয় করে থাক শুভমুহুর্ত শুভ সময়
তবেই জয়ী হবে মানুষ জয়ী হবে প্রেম জয়ী হবে প্রেমিক আর অবিনাশী কবিতা।