মহারাণী
যদি ভুল ভেবে কষ্ট দাও
তবে কষ্ট আর কত কষ্ট দেবে!
তবুও ভালো থেকো
আমায় না হোক দুঃস্বপ্নের রাখলে!
সুখময় বাতাস স্পর্শ করুক জীবন জয়ের গানে কবিতায় চয়নে
দীপ্তি কণ্ঠে কবিতা আর
শুধুই তোমার জয়গানে।


ভয় নয়, তুমি ভয় পেয়োনা;
তুমি আতংকিত হলে
পরাভূত হবে কবি ও কবিতা,
এখানে পরাজিত হবার ভয় নেই;
অবিনাশী প্রেমে যেমন জয়ী মানুষ
তুমিও জয়ী হও মহারাণী।


আমাকে নিয়ে ভয় নেই মহারাণী
আমি কলঙ্কিত নই
বিশ্বাস রেখো- প্রিয়তমা,
তোমার সুখের সঙ্গী হইতে চাইবোনা
কবিতার মতো উচ্চারিত সুনিপুণ কাব্যে সাজিয়ে রেখেছি যাকে তাকে দুঃখ দেব
সব দোষ মেনে নিয়ে ফিরে যাচ্ছি।


তোমার অস্তিত্ব খুঁজে জয় করতে চেয়ে লিখেছি কবিতা প্রেমিক বেশে
জীবনকে করতে জয়,
তুমি জয়ী হবে ভেবে
পরাজয়ের গ্লাণি নিয়ে আশাহত হয়ে ফিরে যাই-
আর কোনদিন প্রশান্তি খুঁজতে চাইবোনা
চাইবোনা আমার দুখের সঙ্গী হয়ে দুঃখকে সঙ্গী করো হে প্রিয়তমা হে স্বপ্নময়ী মহারাণী।।



----- ------ ----
পুরানা পল্টন ঢাকা
১৭.১২.২০২০