উৎসর্গ  : কবি রফিক আজাদ


তুমি শুধু কবি নও আমাদের চেতনার দৃপ্ত মশাল
কলম হাতে শুধু যুদ্ধ করেছো তাও নয়
যখন পাক-হানাদাররা আমাদের বুকের উপর বসে ছিলো
তুমি নিয়েছো অস্ত্র হাতে যুদ্ধ করে এনে দিলে প্রাণের স্বাধীনতা
আবার যখন দেশ কৃষ্ণপক্ষে ঢেকে গিয়েছিলো তখন তুমি
দ্বাদশীর চাঁদ হয়ে ছড়িয়ে দিয়েছো জ্যোৎস্নার স্নিগ্ধ প্লাবন।
আমাদের সকাল সংগ্রামে
রাজপথ কিংবা মেঠোপথ
তোমার উপস্থিতি করেছে প্রাণবন্ত যুগিয়েছে সাহস আর সংগ্রামী প্রেরণা।
তোমার কবিতা আমাদের সকল সংগ্রামে সৃষ্টি করেছে দাবানল
হন্তারকদের করেছে চির বিদায়।
তুমি শুধু কবি নও আমাদের চেতনার দৃপ্ত মশাল।।


* গতকাল বাংলা সাহিত্যের অন্যতম কবি
বীর মুক্তিযোদ্ধা কবি রফিক আজাদ'এর মৃত্যুতে গভির শোক প্রকাশ করছি।।


১৩।০৩।২০১৬
সকাল ১১ টা ৩০ মি;