বিশ্ব কবিতা দিবসে নিবেদিত কবি বন্ধুদের


আমি বিপ্লবী হতে চাই সুনন্দিতা
লিখে যেতে চাই বিপ্লবী কবিতা।


আমার কবিতা লাঙ্গল হয়ে
কৃষকের জমিতে ফসল ফলাবে
ভরিয়ে দেবে কিশানীর মুখে হাসিতে।


আমার কবিতা জ্যোৎস্নার প্লাবন হয়ে
কখনো কখনো শিক্ত করবে প্রেমিক-প্রেমিকার কোমল হৃদয়।


আমার কবিতা কখনো বিদ্রোহ করবেউই
পুঁজিবাদের বিরুদ্ধে
শান্তির বার্তা এনে দেবে শিশির হয়ে প্রগতির পথে।


আমার কবিতা কখনো কখনো পূর্ণিমার চাঁদ হয়ে
আলোকিত করবে
তোমার হৃদয় ভালবাসা আর বিশ্বাসে।


আমার কবিতা কখনো প্রশান্তির বৃষ্টি হয়ে
ভিজিয়ে দেবে তোমাকে
হৃদয়ের আলিঙ্গনে।


আমার কবিতা বসন্ত হয়ে যাবে কখনো
গান শুনাবে কোকিল হয়ে
বিরহী সুরে নয় সুরের মূর্ছনায়।


আমার কবিতা প্রতিবাদী হবে সামনে আসবে
প্রান্তিক জনগোষ্ঠীর দিকে
এনে দেবে তাঁদের সোনালী সূর্য।


আমার কবি  তাঁদের হরে
একাত্তরে মুক্তির সংগ্রামে সেইসব নারী
যারা নিজের সম্ভম'কে বিলিয়ে দিয়ে এনে দিল
প্রাণের স্বাধীনতা।


আমার কবিতা ঠিক তাই যেন হয়ে উঠতে পারে সুনন্দিতা
বিশ্বাসে ভালবাসায় চেতনায় আর শান্তিতে
একটা বিপ্লবী কবিই যেন হয়ে যাই
শুধু তোমার নই হতে চাই সবার।।


২১/০৩/২০১৬
দুপুর ২ টা ৩৫ মি :