সুনন্দিতা
তুমি আমার আকাশ হবে?
আমি সারাদিন পাখি হয়ে
উড়ে বেড়াব তোমার আকাশে
কখনো সাদা মেঘ হয়ে ভাসতেই থাকব!


সুনন্দিতা
তুমি আমার সাগর হবে?
আমি নদী হয়ে ছুটে যাব তোমার দিকে
যেখানে তুমি আর আমি মিশে যাব
ভালবাসার মোহনায়।


সুনন্দিতা
তুমি আমার পাহাড় হবে?
আমি ঝর্না হয়ে ঝরতেই থাকব
তোমার শরীর দিয়ে
শিক্ত হবে হৃদয় তোমার আমার।


সুনন্দিতা
তুমি আমার বৃষ্টি হবে?
সমস্ত শরীর ভিজিয়ে দিয়ে এনে দেবে
প্রশান্তি আর প্রশান্তি
ভিজবে প্রে ম ভালবাসার মূখরতায়।


সুনন্দিতা
তুমি আমার আকাশ হবে?
আমি পূর্ণিমা হয়ে আলোকিত করব
আলোয় আলোয় ছড়িয়ে দিব জ্যোৎস্নার প্লাবন।


সুনন্দিতা
তুমি আমার কবিতা হবে?
আমি হব তোমার কবি
লিখে যাব ভালবাসার শ্রেষ্ঠ ককবিতা।


সুনন্দিতা
তুমি কী আমার হবে
শুধুই আমার শুধুই আমার।।