সুনন্দিতা যে প্রশ্নের উত্তর আজও দিতে পারিনি


আমার ঘরের জানালার পাশে একটি শিউলি ফুলের গাছ আছে
প্রতিরাতে আমি গাছটাকে দেখি
জানালা খুললেই ওর ফুলের গন্ধ আমাকে মাতিয়ে রাখে।
সারাদিন ক্লান্ত হয়ে যখন ফিরি আমার ঘরে
জানালা খুললেই শিউলি ফুলের গন্ধ সমস্ত ক্লান্তি দুর করে দেয়
এনে দেয় প্রশান্তি শরীরে মনে!


শিউলি প্রতিরাতে কত কথা বলে!
আমি মনোমুগ্ধ হয়ে শুধু শুনি
মাঝে মাঝে আমাকে প্রশ্ন করে
যদিও আমি উত্তর দেবার চেস্টা করি ও হাসি মৃদুস্বরে
আমি অবাক হই
জিজ্ঞেস করি আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারিনা তাইনা?
শিউলি বলে পেরেছো তবে আরও ভাল হলে ভালো হতো।


এই শিউলি গাছটা আমার প্রিয়তম পিতা এনেছিলো
যদিও তিনি নেই আমাদের ছেড়ে চলে গেছেন
পরপারে না ফেরার দেশে!


শিউলি এখন যৌবনা
প্রতিদিন  কত ফুল ফুটে কত ফুল ঝরে যায়!


ভালই চলছিল আমাদের প্রতিরাতে আলোচনা আড্ডা মতবিনিময়
এভাবেই কেটে যাচ্ছিল দিন মাস বছর
ভালইতো চলছিলো
শিউলিকে বড় আপন করে নিয়েছি
ও আমায় বন্ধু ভেবেই পাশে ছিলো।


একদিন রাতে
শিউলি আমাকে ডেকে বললো
অরিন্দম আজ তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর  দিতে হবে
পারবে?
আমি বলি রোজইতো তোমার প্রশ্নের উত্তর দেবার চেস্টা করি
পারি কি না জানিনা!


শিউলি বলে আমার কষ্ট বোঝ ?
আমি বলি না!
শিউলি বলে তোমরা মানুষেরা এমন কেন?
আমি বলি জানিনা!
শিউলি বলে আমার ফুল ফুটলেই ভ্রমর আসে
আসে পূজারীরা;


আজও আমি সে প্রশ্নের উত্তর দিতে পারিনি সুনন্দিতা!
জানি পারবো না কোন দিন!!!



২৯/০৩/২০১৬
সকাল ১১টা ৩০ মিঃ