বসন্ত নেই মনে তবু বসন্ত আসে ঋতুর পরিবর্তনে
ভালবাসার ফুল আজ ঝরে গেলো আগাম বৈশাখী ঝড়ে
সবকিছু আছে আগের মতো শুধু নেই প্রিয় রঙ সবুজয়তায়
ছায়ানীড় আছে আগের অবস্থানেই
ঠিক যেমন দেখেছিলাম আমরা দুজন
এখন অতীতেন স্মৃতি বহন করে আমাদের ভালবাসা।
আমি আছি আগের মতো, এখন অনেক বদলে গেছো তুমি
অনেক পরিবর্তিত হয়েছো নতুনের আবরণে,
আর আমি হয়তো রয়েছি অাগের মতো সেকেলে!
তুমি বলেছো ভালবাসা কোন স্থায়ী নয়
ওর রঙ বদলায় বদলায় সময়
আমি বলেছি সবকিছু পরিবর্তিত হলেও থাকবো অটুট অনন্তকাল।
সব রঙ ফুড়িয়ে যায়-সবুজ হয় ধূসর
কিন্তু আমি  এখনো অপেক্ষায় চির সবুজময়।।